কিভাবে Modern Shortcut Virus ( শর্টকাট ভাইরাস) ডিলিট করতে হয় ?

শর্টকাট ভাইরাস একটি কমন সমস্যা যা কোনো এন্টি ভাইরাস দিয়ে সমাধান করা যায় না. বেশিরভাগ ব্যবহারকারীরা এই সমস্যার মুখোমুখি হন Pen Drive, SD Card অথবা কম্পিউটার হার্ড ডিস্ক এ.
পেনড্রাইভ থেকে খুব সহজে এটা রিমুভ করা যায় সফটওয়্যার ইনস্টল করে.

স্টেপ ১: ডাউনলোড  USB Fix

স্টেপ ২: টাস্ক বারে যে সব প্রোগ্রাম খোলা আছে  সেসব বন্ধ করুন কেননা সেগুলো সফটওয়্যার টি এমনিতেই  ডিলিট করে দেবে, এতে ডাটা হারিয়ে যেতে পারে।

স্টেপ ৩: যে সব USB ডিভাইস ভাইরাস আক্রান্ত সেগুলো সংযুগ দিন.

স্টেপ ৪:  সফটওয়্যার থেকে ক্লিন অপসন নির্বাচন করুন।
                                             
                                             সকল ভাইরাস ডিলিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

কম্পিউটার হার্ড ডিস্ক থেকে ডিলিট করার পদ্ধতি :

স্টেপ ১: সার্চ বাটনে Command Prompt লিখে সেটি ওপেন করুন

স্টেপ ২: টাইপ করুন   attrib -h -r -s /s /d <Your drive letter>:\*.*
 

            উদাহরণ : যদি কম্পিউটার হার্ড ডিস্ক D ড্রাইভ আক্রান্ত হয়ে থাকে তাহলে টাইপ করুন
                     attrib -h -r -s /s /d D:\*.*
স্টেপ ৩: Enter চাপুন


No comments

Powered by Blogger.